এফডিসিতে এসে অঝোরে কাঁদলেন ফকিরা

বিনোদন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯
শেয়ার :
এফডিসিতে এসে অঝোরে কাঁদলেন ফকিরা

এক সময় সিনেমার পর্দায় নিয়মিত ছিলেন ইসমাইল হোসেন। খল-চরিত্রে অভিনয় করা এই অভিনেতাকে ফকিরা নামেই সবাই চেনেন। ৭০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ৬৫ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে শয্যাশায়ী। তিনবার স্ট্রোক করে এখন কথা বলতে পারেন না।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ফকিরার বাসায় গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান। এক ভিডিও পোস্ট করে সনি জানান এই অভিনেতার বর্তমান অবস্থার কথা। সে সময় দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে যাওয়ার ইচ্ছার কথা জানান ফকিরা। সেই ইচ্ছে পূরণ করতেই গতকাল সোমবার পরিবারের সহায়তায় ফকিরাকে এফডিসিতে নিয়ে আসেন সনি রহমান।

বিকেলে দুজন সহকর্মীর সহায়তায় চিরচেনা চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসের ভেতরে কাঁদতে কাঁদতে ঢুকেন ফকিরা। ফিরোজা রঙের গেঞ্জি ও কালো প্যান্ট পড়া অসহায় এই অভিনেতাকে দেখে এসময় সহকর্মীরা চোখের পানি ধরে রাখতে পারেনি। ফ্যাল ফ্যাল করে তিনি তাকিয়ে রইলেন সবার দিকে।

সনি রহমান বলেন, ‘ফকিরা ভাই প্রতিদিন এফডিসিতে আসা লোক। অনেকদিন এফডিসিতে তার পা পড়ে না। গতকাল তাকে শিল্পী সমিতিতে নিয়ে আসা হয়েছিল। ইশারা ইঙ্গিতে সবার কাছে ক্ষমা চাইলেন তিনি। দোয়াও চাইলেন। ভাইকে দেখে মনটা ভেঙে গেল। তাকে এ অবস্থায় দেখে আমরা চোখের পারি ধরে রাখতে পারিনি।’

এক সময় রেস্তোরাঁ ব্যবসা ছেড়ে অভিনয়ে ঝুঁকে পড়েছিলেন ফকিরা। অভিনয়ের পাশাপাশি ফাইটার হিসেবেও তার সুনাম ছিল। সেই ব্যস্ত অভিনেতা করোনার পর থেকেই সিনেমায় অনিয়মিত। মূলত সেই সময় থেকে অসহায় জীবনযাপন করছেন তিনি। ফকিরার স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। তার চিকিৎসা ও সংসারের খরচ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে।