উত্তর কোরিয়া কখনো পরমাণু অস্ত্র সমর্পণ করবে না
কখনো পরমাণু অস্ত্র সমর্পণ না করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। জাতিসংঘের সভায় একথা জানিয়েছেন দেশটির এক উচ্চ পদস্থ কর্মকর্তা। গতকাল সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী কিম সন গিয়ং বলেছেন, উত্তর কোরিয়া কোনোভাবেই তাদের পরমাণু অস্ত্র সমর্পণ করবে না।
তবে কূটনৈতিক আলোচনার রাস্তা খোলা আছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে তিনি রাজি। তবে তার শর্ত একটাই, কোনোভাবেই যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্র সমর্পণে বাধ্য করতে পারবে না।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
উত্তর কোরিয়ার কাছে প্রায় ২ টন উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুত রয়েছে বলে ধারণা দক্ষিণ কোরিয়ার। গোয়েন্দা সংস্থাগুলো অনুমান করছে যে পিয়ংইয়ংয়ের কাছে ৯০ শতাংশেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত আছে, যা ২ হাজার কেজি পর্যন্ত হতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তথ্য অনুযায়ী, একটি পারমাণবিক বোমা তৈরি করতে প্রায় ৪২ কেজি উচ্চমাত্রার ইউরেনিয়াম প্রয়োজন। সেই হিসাবে দুই হাজার কেজি ইউরেনিয়াম দিয়ে ৪৭টির মতো পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস