এবার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করল তালেবান
তালেবান সরকার বিভিন্ন প্রদেশে ফাইবার অপটিক সংযোগ বিচ্ছিন্ন করা শুরুর পর সোমবার আফগানিস্তানে ব্যাপক ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানী কাবুলের সঙ্গে ইসলামাবাদ ব্যুরোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সাইবারসিকিউরিটি ও ইন্টারনেট গভর্নেন্স পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানায়, ‘এখন আমরা দেশব্যাপী সংযোগ সাধারণ মাত্রার ১৪ শতাংশ পর্যবেক্ষণ করছি।’ সংস্থাটি আরও বলেছে, বর্তমানে দেশব্যাপী টেলিকম ব্ল্যাকআউট কার্যকর রয়েছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কয়েক সপ্তাহ আগে থেকেই একাধিক প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করে তালেবান। তাদের দাবি, এই পদক্ষেপ ‘নৈতিকতা রোধে’ নেওয়া হয়েছে। বর্তমানে মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাবুল অফিসগুলোর সঙ্গে যোগাযোগও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে শরিয়াহ আইনের ব্যাখ্যা অনুযায়ী একাধিক বিধিনিষেধ আরোপ করে আসছে তালেবান। এবার টেলিযোগাযোগ বন্ধের সিদ্ধান্ত অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে বলে জানিয়েছে তালেবান কর্মকর্তারা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস