চলাচলের রাস্তা সংস্কার করলেন লালমনিরহাট জেলা যুবদলের নেতাকর্মীরা

লালমনিরহাট প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫
শেয়ার :
চলাচলের রাস্তা সংস্কার করলেন লালমনিরহাট জেলা যুবদলের নেতাকর্মীরা

অতি বৃষ্টি ও ভারি বর্ষণের ফলে লালমনিরহাটের কুলাঘাট ইউনিয়নের বনগ্রাম এলাকার রত্নাই নদীর সাবরিখানা ব্রীজের সংযোগ রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এই রাস্তাটি সংস্কার করেছেন যুবদলের নেতাকর্মীরা। এতে হাজার হাজার চলাচলকারীর ভোগান্তি কমবে বলে জানান স্থানীয়রা। 

গতকাল সোমবার দিনব্যাপী জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিস ও সদস্য সচিব হাসান আলীসহ দলের নেতাকর্মীরা উপজেলার কুলাঘাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভাটিবাড়ি থেকে বুমকা যাওয়ার রাস্তাটি ইট-বালি ও বাঁশ দিয়ে সংস্কার করেন।

জানা যায়, বন্যার পানি নেমে যাওয়ার পর চলাচলের সড়কটির বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়। এতে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিস বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হয়নি। ফলে খানাখন্দে ভরপুর এ রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে ছিল। এতে করে প্রতিনিয়তই ঘটত দুর্ঘটনা। নতুন করে রাস্তাটি সংস্কার করলে ওই অঞ্চলের মানুষের ব্যাপক উপকার হবে।’

সদস্য সচিব হাসান আলী বলেন, ‘সাধ্য মতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি। রাস্তাটি নতুন নির্মিত হওয়ার আগ পর্যন্ত যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তাই সংস্কারের উদ্যোগ নিয়েছি।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়ে পানি জমে থাকে। সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ চলাচল করেন। বর্তমানে সড়কটি দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়লে যুবদলের উদ্যোগে রাস্তটি সংস্কারের কাজ করায় স্থানীয়দের মাঝে অনেকটা স্বস্তি ফিরেছে।

উল্লেখ্য, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে ও তারেক রহমানের পক্ষে বন্যা পরবর্তী রাস্তা মেরামত ও পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে এ সড়ক সংস্কার কাজ করেন যুবদলের নেতাকর্মীরা।