দোহায় হামলা /

কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২
শেয়ার :
কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দোহায় হামাস নেতাদের ওপর নজিরবিহীন হামলার সময় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির কাছে দুঃখ প্রকাশ করেছেন। চলতি মাসে যে হামলা বিশ্বজুড়ে তীব্র নিন্দার জন্ম দিয়ে ছিল।

সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানির কাছে এই দুঃখপ্রকাশ জানানো হয়।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথমেই প্রধানমন্ত্রী নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন যে কাতারে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে এক কাতারি সেনা সদস্য নিহত হয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘জিম্মি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলেও তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে ভবিষ্যতে এ ধরনের হামলা আর করা হবে না।’

৯ সেপ্টেম্বরের ওই হামলায় অন্তত পাঁচজন নিম্নপদস্থ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলা মূলত সিনিয়র হামাস নেতাদের টার্গেট করে চালানো হয়েছিল, যারা যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় যুক্ত ছিলেন। তবে হামাসের শীর্ষ নেতারা ওই হত্যাচেষ্টা থেকে বেঁচে যান।