গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে, বাড়ছে হতাহতের সংখ্যা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে হামাসের সঙ্গে চলছে আলোচনা। তবে একই সময়ে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে অন্তত ৩৯ জনকে হত্যা করেছে। আল-জাজিরাকে কূটনৈতিক সূত্র এ তথ্য দিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তিনি ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে একমত হয়েছেন।
তবে গাজার ফিলিস্তিনিরা বলছে, এই পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। বিশেষ করে প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা কেমন হবে, তা নিয়ে চিন্তিত তারা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যদিও এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্যসহ ফিলিস্তিনি কর্তৃপক্ষ।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে অন্তত ৬৬ হাজার ৫৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৩৪৬ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরও হাজারো মানুষের লাশ চাপা পড়ে থাকার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলায় ইসরায়েলে মোট ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছিলেন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল।