শুটিংয়ে ফিরলেন দিশা পাটানি
আওয়ারাপান ২
অজ্ঞাত অস্ত্রধারীর হামলার শিকার হওয়ার পর দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন দিশা পাটানি। সম্প্রতি উত্তরপ্রদেশের বরেলিতে দিশা পাটানির পরিবারের সদস্যদের ওপর গুলির ঘটনা দেশজুড়ে আলোড়ন তৈরি করেছিল। ওই হামলার পর থেকে দিশা ও তার পরিবার অত্যন্ত সতর্ক জীবনযাপন শুরু করেছেন এবং দিশার শুটিংয়ে ফেরার বিষয়টিও গোপন রাখা হয়েছিল।
ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে ‘আওয়ারাপান ২’ সিনেমার শুটিং। সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিশা পাটানি। নায়কের ভূমিকায় আছেন ইমরান হাশমি।
‘আওয়ারাপান’ ছিল ইমরান হাশামির ক্যারিয়ারের সফল সিনেমাগুলোর একটি। এই সফলতার ধারাবাহিকতায় নির্মাতারা সিকুয়েলের জন্য ইমরানকেই পুনরায় বেছে নিয়েছেন। আর এই সিনেমায় তার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন দিশা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
‘আওয়ারাপান ২’ একটি থ্রিলার রোমান্টিক গল্প, যার ৫০ শতাংশ শুটিং হবে ব্যাংককে, যেখানে পুরো গল্পটিই আবর্তিত হবে। এই শুটিংয়ের জন্য প্রধান অভিনেতা-অভিনেত্রী ও শুটিং ইউনিটের সদস্যরা এক মাস ব্যাংককে অবস্থান করবেন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল