পূজা এলেই যে কারণে কষ্ট পান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮
শেয়ার :
পূজা এলেই যে কারণে কষ্ট পান অপু বিশ্বাস
ছবি : সংগৃহীত

ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কাজ করেছেন অসংখ্যা সিনেমায়। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু ব্যবসাসফল সিনেমা। বর্তমানে নতুন সিনেমার খবরে খুব একটা পাওয়া যায় না এই চিত্রনায়িকাকে।

তবে বিভিন্ন পণ্য বা প্রতিষ্ঠানের প্রচারণায় ব্যস্ত আছেন অপু বিশ্বাস। পাশাপাশি নাম লিখিয়েছেন ব্যবসায়ও। সম্প্রতি তিনি জানান, দুর্গা পূজা এলে কষ্ট পান তিনি। অনেকদিন হয় মা-বাবাকে হারিয়েছেন এই তারকা। জীবনের প্রতি মুহূর্তে তাদের মিস করেন তিনি। বিশেষ করে পূজার সময়টাতে এ বেশি মনে পড়ে তাদের।

বর্তমানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ সোমবার মহাসপ্তমী। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব মন্দিরে সকাল থেকেই পূজার আনুষ্ঠানিকতা চলছে।

এই উৎসব উপলক্ষে ঢাকায় অবস্থান করছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। পূজার দিনগুলোতে কোথাও না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, ‘কোথাও যাবো না, বাসায় সময় কাটাব। এখন কোথাও যেতে মন চায় না। পূজার দিনগুলোতে মা-বাবাকে সবচেয়ে বেশি মনে পড়ে। তাদের অভাব কোনোদিন পূরণ হবে না। প্রতিদিনই মা-বাবাকে মিস করি, তবে পূজার সময়টা আরও বেশি কষ্ট লাগে।’

শৈশবের স্মৃতিচারণ করে অপু বিশ্বাস বলেন, ‘বগুড়াতেই আমার বেড়ে ওঠা। সেখানেই পূজার দিনগুলো কাটত আনন্দে। বাবা, কাকা, মা এবং আরও অনেক আত্মীয়-স্বজন থাকতেন। পূজার এই সময়টাতে সবাই একত্র হতেন। তখন আমাদের বাড়ি উৎসবে মুখর হয়ে উঠত।’

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। নতুন কিছু কাজ নিয়ে আলোচনা চলছে। ভালো কোনো খবর থাকলে অবশ্যই জানাব।’

প্রসঙ্গত, দুই দশকের অভিনয়জীবন চিত্রনায়িকা অপু বিশ্বাসের। আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমাটি দিয়ে বড়পর্দায় তার যাত্রা শুরু হয়। সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে। পরের বছরে তিনি অভিনয় করেন ‘কোটি টাকার কাবিন’ সিনেমায়। এতে শাকিব খানের বিপরীতে দেখা যায় তাকে। আর এই সিনেমা দিয়েই শাকিবের সঙ্গে দীর্ঘ এক যুগের পথচলা শুরু হয় তাদের। তারা একসঙ্গে অভিনয় করেছেন ৮০টি সিনেমায়।

অপু বিশ্বাস প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন ‘লাল শাড়ি’ সিনেমার মাধ্যমে। তাঁতপল্লির প্রেক্ষাপটে প্রেম-ভালোবাসা ও স্থানীয় রাজনীতির গল্প নিয়ে নির্মিত এই সিনেমার জন্য ২০২১-২২ অর্থবছরে তিনি ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন।