স্টার্টআপ দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে: প্রণয় ভার্মা

কূটনৈতিক প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৬
শেয়ার :
স্টার্টআপ দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করবে: প্রণয় ভার্মা

ভারত-বাংলাদেশের স্টার্টআপ খাতের পারস্পরিক সহযোগিতা ও উদ্ভাবনী সম্ভাবনা আরও জোরদার করতে ঢাকায় অনুষ্ঠিত হলো ‌‘স্টার্টআপ কানেক্ট’। রবিবার ভারতীয় হাইকমিশনের আয়োজনে এ অনুষ্ঠানে অংশ নেন ৩০টিরও বেশি শীর্ষ বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও ইকোসিস্টেম নেতারা। নেটওয়ার্কিংভিত্তিক এ আয়োজন উদ্যোক্তাদের জন্য সহকর্মীদের সঙ্গে সংযোগ স্থাপন ও নতুন অংশীদারিত্বের সুযোগ অনুসন্ধানের এক গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে। 

অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের স্টার্টআপ খাতের দ্রুত অগ্রযাত্রা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের সুযোগ কাজে লাগিয়ে সীমান্ত অতিক্রমী সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এতে অংশ নিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, স্টার্টআপ শুধু কর্মসংস্থান সৃষ্টি করছে না, বরং নতুন ধারণা ও অংশীদারিত্বের মাধ্যমে দুই দেশকে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের প্ল্যাটফর্ম ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন বর্ণনা তৈরি করবে, যা ভবিষ্যতকেন্দ্রিক সহযোগিতার শক্ত ভিত্তি গড়বে।

বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের শীর্ষ উদ্যোক্তারা অনুষ্ঠানে তাদের অভিজ্ঞতা শেয়ার করেন। টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এমসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ এন. করিম স্টার্টআপ খাতের দ্রুত প্রবৃদ্ধির চিত্র তুলে ধরেন। আইকোরি ও ১০ মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ তরুণ উদ্যোক্তাদের সুযোগ ও ভারত-বাংলাদেশের যৌথ সাফল্যের অভিজ্ঞতা জানান। শপআপ বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহিম চৌধুরী ভারতের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তি প্রতিভা অর্জন ও সেরা অনুশীলনের অভিজ্ঞতা তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা মত দেন, এই ধরনের উদ্যোগ দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী সহযোগিতা, বিনিয়োগের সুযোগ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজার সম্প্রসারণকে আরও ত্বরান্বিত করবে। এই আয়োজনের মাধ্যমে আগামী ৯-১০ অক্টোবর কোয়েম্বাটোরে অনুষ্ঠিতব্য তামিলনাড়ু গ্লোবাল স্টার্টআপ সামিটে বাংলাদেশি স্টার্টআপদের সক্রিয় অংশগ্রহণের পথও সুগম হলো, যেখানে ৩৯টি দেশের প্রতিনিধি দল অংশ নেবে।