আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকা করিমের ১১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

আদালত প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪
শেয়ার :
আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকা করিমের ১১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

কারাগারে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস তৌফিকা করিমের ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা থাকা ‎১১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

‎আজ সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের শুনানির পর এই আদেশ দেন। ‎ওই হিসাবগুলোতে এর আগে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা অবৈধ লেনদেন হয়েছে।

‎আজ সিআইডির উপপরিদর্শক (নি., ফাইন্যান্সিয়াল ক্রাইম) মো. মনিরুজ্জামান হিসাব জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।

‎‎আবেদনে বলা হয়, অভিযুক্ত তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার করেছেন। এজন্য এসব ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। অবরুদ্ধ করা না হলে এই অর্থ অন্যত্র হস্তান্তর হতে পারে।