ছাত্রলীগ নেতার বিয়ের দিনে স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১
শেয়ার :
ছাত্রলীগ নেতার বিয়ের দিনে স্ত্রীর স্বীকৃতি দাবিতে তরুণীর অনশন

নেত্রকোনা পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিয়েতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোকাব্বির হোসেনের বিয়ে উপলক্ষে যখন বাড়িতে উৎসবের আমেজ, তখনই সেখানে উপস্থিত হয়ে এক তরুণী নিজেকে মোকাব্বিরের স্ত্রী দাবি করেন। গতকাল রবিবার দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের কৌলাটি নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল দুপুরে ওই তরুণী মোকাব্বিরের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। এতে পণ্ড হয় বিয়ের অনুষ্ঠান। পরে উত্তেজনা দেখা দিলে মোকাব্বির পালিয়ে যান এবং তার পরিবার ঘরে তালা ঝুলিয়ে দেয়। পরে ওই তরুণী বাড়ির সামনে বসে অনশন শুরু করেন। তিনি জানান, ‘চলতি বছরের জানুয়ারিতে তাদের বিয়ে হয়েছে এবং তারা স্বামী-স্ত্রী হিসেবে বসবাসও করেছেন। এখন স্ত্রীর অধিকার না দিলে তিনি আত্মহত্যা করবেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিয়ে মোকাব্বিরের পরিবার জানিয়েছেন, ওই তরুণীর আত্মীয়দের সঙ্গে তাদের ৩০ হাজার টাকার আর্থিক সমঝোতার কথা ছিল। কিন্তু সময়মতো দেনাপাওনা মিটানো না হওয়ায় এ ঘটনা ঘটেছে। 

তরুণীর নানা আব্দুস ছালাম আর্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘বিষয়টি ঘরোয়াভাবে নিষ্পত্তি করার চেষ্টা হয়েছিল। কিন্তু ঘটনাটি জনসমক্ষে চলে আসায় এখন আর সহজে মীমাংসা সম্ভব নয়।’

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’