বাংলাফ্যাক্টের বিশ্লেষণ /

খাগড়াছড়িতে সহিংসতায় ইন্ধন জুগিয়েছে ১০ গুজব

অনলাইন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১
শেয়ার :
খাগড়াছড়িতে সহিংসতায় ইন্ধন জুগিয়েছে ১০ গুজব

খাগড়াছড়িতে সম্প্রতি যে সহিংসতা ঘটেছে , এর নেপথ্যে ইন্ধন জুগিয়েছে যেসব গুজব সেগুলোকে চিহ্নিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, খাগড়াছড়িতে ২৩ সেপ্টেম্বর রাতে পাহাড়ি এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরপরই ২৪ সেপ্টেম্বরে ‘শয়ন শীল’ নামে পাহাড়ি সংগঠনের দ্বারা অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়। কিন্তু সংগঠিতভাবে গুজব রটিয়ে বাঙালি ও পাহাড়িদের মুখোমুখি করার চেষ্টা চলে। এ প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত তিনজনের নিহত হওয়ার সংবাদ গণমাধ্যমে এসেছে। বাংলাফ্যাক্ট ইতোমধ্যে এই ইস্যুতে বেশ কিছু গুজব শনাক্ত করেছে। 

অধিকাংশ ক্ষেত্রে অন্য দেশের কিংবা বাংলাদেশের ভিন্ন ঘটনার ভিডিও/ছবিকে খাগড়াছড়ির বলে দাবি করা হয়। বাংলাফ্যাক্ট বেশিরভাগ গুজবের পেছনে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কিছু পেইজ ও অ্যাকাউন্ট সক্রিয় থাকতে দেখেছে। 

গুজব ১: রাতে গুলি চলেছে 

রাতে গোলাগুলির একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দাবি করা হয়, এটি খাগড়াছড়ির ঘটনা। কিন্তু ভিডিওটি আসলে ইন্দোনেশিয়ার। এ বছরের আগস্টের শেষের দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ হয়। আলোচিত ভিডিওটি সেই সময়ের একটি ঘটনার দৃশ্য। 

ফ্যাক্টচেক লিংক : https://www.facebook.com/share/p/1BESoiCDWS/

গুজব ২ : মডেল মসজিদে আগুন 

পাহাড়িরা খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দিয়েছে বলে দাবি করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এটি এ বছরের আগস্টের দিনাজপুরের ঘটনা। দিনাজপুরের শহরের ‘জীবন মহল’ নামের একটি রিসোর্টে ‘তৌহিদী জনতা’ ব্যানারে আগুন লাগায়। প্রচারিত ভিডিওটি সেই ঘটনার দৃশ্য। 

ফ্যাক্টচেক লিংক: https://www.facebook.com/share/p/17DmYugsSt/

গুজব ৩ : বিজিবি সদস্যদের ওপর হামলা

ফেসবুকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার একটি ছবি ছড়িয়ে পড়ে। কিন্তু ছবিটি ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বরের একটি ঘটনার। ওই ঘটনায় স্থানীয়রা খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি সদস্যদের ওপর হামলা চালিয়ে অভিযানে জব্দ টাকাসহ আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায়। প্রচারিত ছবিটি সেই ঘটনারই দৃশ্য। 

ফ্যাক্টচেক লিংক: https://www.facebook.com/share/p/16abY2S6S9/

গুজব ৪ : জুম্মদের ওপর বাঙালিদের গুলিবর্ষণ

ফেসবুকে ছবি ছড়িয়ে দাবি করা হয়, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সামনে বাঙালিরা প্রকাশ্যে জুম্মদের ওপর গুলি বর্ষণ করছে। আদতে এটি ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ সমর্থক অস্ত্রধারীদের হামলার ছবি।

ফ্যাক্টচেক লিংক: https://www.facebook.com/share/p/1ARUnCNCkU/


গুজব ৫: পাহাড়িরা অস্ত্র লুট করেছে 

বিজিবি ক্যাম্পে আগুন দিয়ে পাহাড়িরা অস্ত্র লুট করে নিয়ে উল্লাস করছে—এমন দাবি সম্বলিত একটি ভিডিও ফেসবুকে ঘুরতে দেখা যায়। অথচ ভিডিওটি নেপালের রাজধানী কাঠমান্ডুর। জিওলোকেশন বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হয়েছে বাংলাফ্যাক্ট। 

ফ্যাক্টচেক লিংক: https://www.facebook.com/share/p/1Z86jcjURA/


গুজব ৬: ভারতের অঙ্গরাজ্য বানানোর ডাক 

ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ডাক দেওয়া হয়েছে। বাংলাফ্যাক্ট দেখেছে, ভিডিওটি ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারতের ত্রিপুরা রাজ্যের একটি বিক্ষোভ সমাবেশের। সেখানে এমন বক্তব্য দেওয়া হয়। 

লিংক: https://www.facebook.com/100085947792766/videos/467438806296265


গুজব ৭: সেনাবাহিনী ও বিজিবির ওপর হামলা 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দাবি করা হয়, পাহাড়িরা ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী ও বিজিবির ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করছে। বাংলাফ্যাক্ট জিওলোকেশন বিশ্লেষণে নিশ্চিত হয়েছে যে, ভিডিওটি নেপালের গৌশালা এলাকার পুলিশ সার্কেলে ধারণ করা হয়েছে। 

লিংক: https://maps.app.goo.gl/sXX84juxF7Q6G7de6


গুজব ৮ : চাকমা যুবক আহত হওয়ার অভিনয়

খাগড়াছড়িতে মুখে রঙ মেখে এক চাকমা যুবক আহত হওয়ার অভিনয় করছে, এমন একটি ভিডিও ছড়িয়ে দেয়া হয়। বাংলাফ্যাক্ট দেখেছে, ভিডিওটি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর কালসেং সাংমা তৈরি করেন এবং তা গত ১৮ জুলাই ‘Kalseng Sangma Page’ নামক ফেসবুক পেজে প্রকাশিত হয়। 

লিংক: https://www.facebook.com/share/r/1B2yM9LXtw/


গুজব ৯ : সেনাসদস্যকে মারধরের ভিডিও

পাহাড়িরা সেনাসদস্যকে মারধর করছে বলে দেখানো একটি ভিডিও ফেসবুুকে ছড়িয়ে দেওয়া হয়। বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে, ভিডিওটি গত ২২ জুলাই ঢাকায় সচিবালয়ের সামনে সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার। 

লিংক: https://youtu.be/5Ad9_H1Ndek?t=19


গুজব ১০: সেনাবাহিনী পাহাড়িদের বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে 

সেনাবাহিনী পাহাড়িদের বাড়ি-ঘর পুড়িয়ে দিচ্ছে বলে দাবি করা হয় একটি ভিডিওতে। কিন্তু ভিডিওটি মিয়ানমারের পুরনো ঘটনার। ছবিটি গণমাধ্যমে ২০১৬ সালের ১৩ নভেম্বর থেকে পাওয়া যাচ্ছে। 

লিংক: https://www.arabnews.com/node/1012446/world


খাগড়াছড়ি সহিংসতার গুজব বিশ্লেষণ করে বাংলাফ্যাক্ট টিমের পক্ষ থেকে বলা হয়েছে, অন্য দেশের বা বাংলাদেশের ভিন্ন ঘটনার ভিডিও ও ছবিই এসব গুজবের হাতিয়ার। গুজবগুলি পাহাড়িদের সাথে বাঙালিদের সংঘাতের রসদ হিসেবে ব্যবহৃত হচ্ছে। ভুয়া ও বিভ্রান্তিকর কন্টেন্ট সঙ্কটমুহূর্তে জনমনে অস্থিরতা ও আতঙ্ক তৈরি করছে এবং পরিস্থিতিকে আরো নাজুক করে তুলছে।