পপির ভক্তদের জন্য সুখবর

বিনোদন প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৫
শেয়ার :
পপির ভক্তদের জন্য সুখবর

বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে আছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। মাঝে ছিলেন আড়ালেও। চলতি বছর ফেব্রুয়ারিতে সেই আড়াল ভাঙেন এই চিত্রনায়িকা। একগুচ্ছ অভিযোগ নিয়ে প্রকাশ্যে আসেন তিনি। এরপর বেশ কয়েকবারই গণমাধ্যমে কথা বলেছেন তিনি।

কিছুদিন আগে পপি জানিয়েছেন, খুব শিগগিরই তিনি ফিরছেন। তবে অভিনয় দিয়ে নয়, ফিরবেন একজন প্রযোজক হয়ে। কিন্তু এর মধ্যেই জানা গেল, অভিনেত্রী হিসেবে ফেরা হচ্ছে তার। মুক্তি পাচ্ছে পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আগামী ১৭ অক্টোবর সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এর পরিচালক সাদেক সিদ্দিকী।

তিনি বলেন, ‘বেশ কয়েকবার সিনেমার মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কথা বিবেচনা করে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছিল। এবার মুক্তি পাবে এটাই চূড়ান্ত।’

নির্মাতা আরও বলেন, ‘অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পেয়েছিলাম। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার-প্রচারণা করে সিনেমাটি মুক্তি দেব। এতদিন ওর অপেক্ষায় ছিলাম। তবে সেটা আর হচ্ছে না। পপির সঙ্গে আমার যোগাযোগ নেই। ও সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। যে কারণে এখন একাই সবকিছু করতে হবে।’

জানা গেছে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাটাক’। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার সহশিল্পী আমিন খান। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গান দিয়ে এর শুটিং শুরু হয়। আর এই সিনেমার শুটিং শেষ করে আড়ালে চলে যান পপি।

‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাতে পপি-আমিন খান ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, চিত্রনায়িকা শিরিন শিলাসহ অনেকেই। সিনেমাটি প্রযোজনা করেছে আনন্দবাজার মাল্টিমিডিয়া।