দুর্গোৎসবে দুরন্ত টিভির বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭
শেয়ার :
দুর্গোৎসবে দুরন্ত টিভির বিশেষ আয়োজন
ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিশুদের একমাত্র টেলিভিশন চ্যানেল দুরন্ত এবারও নিয়ে আসছে ব্যতিক্রমধর্মী আয়োজন।

বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’-তে থাকছে উৎসবের আনন্দ। পার্থ প্রতিম হালদারের পরিচালনায় এতে অভিনয় করেছেন শিশুশিল্পী কাজী আফরা ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহরসহ অনেকে।

এ ছাড়া আছেন আবুল হায়াত, শাহানাজ খুশীও। গল্পে দেখা যাবে ডাক্তার সফদার চৌধুরী ও তার বাড়ির শিশুদের দুর্গাপূজাকে ঘিরে নাটক করার উদ্যোগ এবং নানা মজার ঘটনা। নাটকটি প্রচার হবে ৩০ সেপ্টেম্বর (অষ্টমী), ১ অক্টোবর (নবমী) ও ২ অক্টোবর (দশমী) বেলা ১১টা ৩০ মিনিট ও রাত ৮টায়।

রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’-তে শিশুরা মা-বাবাকে নিয়ে পূজার বিশেষ খাবার যেমন লাবড়া, পায়েস, পাতুরি, খিচুড়ি রান্না করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা এবং সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। এটি প্রচার হবে ৩০ সেপ্টেম্বর, ১ ও ২ অক্টোবর দুপুর ১টা ও রাত ৯টায়।

এ ছাড়া বিশেষ আয়োজন ‘শারদীয় আড্ডা’-য় শিশুদের সঙ্গে দিদার গল্পে উঠে আসবে পূজার স্মৃতি ও পৌরাণিক কাহিনি। এতে অভিনয় করেছেন পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী, স্বর্গ ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি দেখা যাবে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায়।