খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নাম্র নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার হিজলগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিয়ান একই গ্রামের বাসিন্দা খতিব মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, সকাল ৯টার দিকে সবাই কাজে ব্যস্ত ছিলেন। সে সময় আরিয়ান খেলা করছিল। পরে তারা তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয় দর্শনা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।