‘পাক-সৌদি সামরিক জোটে যুক্ত হওয়া উচিত ইরানেরও’

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৫
শেয়ার :
‘পাক-সৌদি সামরিক জোটে যুক্ত হওয়া উচিত ইরানেরও’

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যকার সামরিক চুক্তিতে ইরানের যুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি। তিনি বলেছেন, ‘ইরান, সৌদি আরব, পাকিস্তান ও ইরাকের একটি সামরিক চুক্তিতে আসা উচিত।’ ইরান ইন্টারন্যাশনালের বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। 

সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তান একটি সামরিক চুক্তি করেছে। চুক্তির পর দুই দেশের প্রকাশিত একটি যৌথ বিবৃতিতে বলা হয়, এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর লক্ষ্য হলো, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। 

ওই চুক্তিতে বলা হয়, কোনো একটি দেশের ওপর যেকোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে।