মুক্তির আগে ‘বান্ধব’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বিনোদন প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১১
শেয়ার :
মুক্তির আগে ‘বান্ধব’র বিরুদ্ধে গুরুতর অভিযোগ

চিত্রনায়িকা মৌ খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘বান্ধব’। সুজন বড়ুয়ার পরিচালনায় এটি মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। মুক্তির আগেই চুরির দায়ে অভিযুক্ত হয়েছে ‘বান্ধব’! শুরু হয়েছে তুমুল সমালোচনাও। কথাসাহিত্যিক বিশ্বজিৎ দাস অভিযোগ তুলেছেন, তার লেখা গল্প ‘মানুষ’ থেকে অনুমতি ছাড়াই এই সিনেমার কাহিনি নেওয়া হয়েছে।

আজ সোমবার ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘২০০৯ সালে “মৌচাকে ঢিল” পত্রিকায় প্রকাশিত আমার ছোটগল্প সময় পাঠকের বিপুল সাড়া ফেলেছিল। ওই বইয়ের প্রতিটি সংস্করণে “মানুষ” নামের একটি গল্প রয়েছে। সুজন বড়ুয়ার “বান্ধব” সিনেমার ট্রেলার দেখে আমি নিশ্চিত হয়েছি ছবির গল্প ওই গল্প থেকে নেওয়া। অথচ আমাকে জিজ্ঞেস করা হয়নি, নামও ব্যবহার করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমি কোনোদিন কাউকে এই গল্পের সিনেমা বা নাটক নির্মাণের স্বত্ব দিইনি। এটি সম্পূর্ণ চৌর্যবৃত্তি। আমি সিনেমার বিরোধিতা করছি না, তবে যদি পরিচালক ও প্রযোজক আমাকে গল্পকার হিসেবে স্বীকৃতি দেন, সেটিই হবে ন্যায্য।’

দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এই লেখক জানান, তার গল্পগুলো ইতিমধ্যেই বিভিন্ন জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সময় নামের সংকলন আকারে বেরিয়েছে একাধিক সংস্করণে। তাই এই ধরনের ‘গল্প চুরি’ তার কাছে দুঃখজনক।

এদিকে, অভিযোগ প্রসঙ্গে এখনো ‘বান্ধব’র পরিচালক বা প্রযোজকের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিনেমার গল্প প্রসঙ্গে গণমাধ্যমে ইতিমধ্যেই সুজন বড়ুয়া জানিয়েছেন, ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া জন্মপরিচয়হীন এক শিশুর জীবনগল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়।

মূল চরিত্রে অভিনয় করেছেন মৌ খান। আরও আছেন গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফানসহ অনেকে। এটি প্রযোজনা করেছে অনুপম কথাচিত্র।