রনির নতুন উদ্যোগ
মীরাক্কেল আক্কেল’খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। দর্শক-শ্রোতাদের কাছে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। কাজ করে যাচ্ছেন নাটক ও সিনেমাতে। ১৪ বছরের ক্যারিয়ারে এবার নতুন উদ্যোগ নিয়ে আসছেন রনি। স্ট্যান্ডআপ কমেডিতে আগ্রহী ব্যক্তিদের জন্য চালু করছেন নতুন প্রতিষ্ঠান স্কুল অব কমেডি।
প্রতিষ্ঠানটির স্লোগান- ‘এখানে উচিত শিক্ষা দেওয়া হয়’। আগামী ৫ অক্টোবর শিক্ষক দিবসে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রের জাহেদ হাসান মিলনায়তনে যাত্রা শুরু করবে রনির নতুন এই উদ্যোগ। উদ্বোধন করবেন উন্মাদ সম্পাদক আহসান হাবীব।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আবু হেনা রনি বলেন, ‘আমরা হাসতে ভুলে যাচ্ছি প্রতিদিন। এ ভুল শোধরাতে বাংলাদেশে আসছে স্কুল অব কমেডি।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
স্ট্যান্ডআপ কমেডি শো হিসেবে শুরু হলেও ভবিষ্যতে প্ল্যাটফর্মটি সব ক্ষেত্রে হাসির প্রয়োজনীয়তা তুলে ধরার কাজ করবে বলে বিশ্বাস করেন শোটির মূল কারিগর আবু হেনা রনি। প্রথম ক্লাসে থাকবেন রনি।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’