‘আমরা অপেক্ষা করে আছি’
সাকিব আল হাসান গতকাল রাত ৯টার দিকে ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন। যেখানে তাকে গত বছর গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যায়। আর ছবির ক্যাপশনে লেখা ‘শুভ জন্মদিন, আপা।’
এরপর রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’ সেই একজনটা কে, ক্রীড়া উপদেষ্টা উল্লেখ করেননি। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যারা সক্রিয়, তাদের ধারণা আসিফ মাহমুদের ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকে।
সাকিব এরপর বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটের দিকে নিজের ফেসবুকে পাল্টা আরেক পোস্টে লিখেছেন, ‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’
সাকিব ও ক্রীড়া উপদেষ্টার এই ভার্চুয়াল যুদ্ধে এবার যোগ দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি ফেসবুকে অন্য একজনের পোস্ট শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, আমরা অপেক্ষা করে আছি।
হাসনাত যার পোস্ট শেয়ার করেছেন, সাদিকুর রহমান খান লিখেছেন:
সাকিব আল হাসান আসিফ মাহমুদ কে উদ্দেশ্য করে পোস্ট দিসে।
কথায় হুমকির স্বর স্পষ্ট।
আরও পড়ুন:
আর্জেন্টিনার হ্যাটট্রিকে উড়ে গেছে ব্রাজিল
একজনের জন্য নাকি তার খেলা হয় নাই।
সে নাকি আবার আসবে।
সমস্যা হলো, সাকিব নিজেও জানে, সে দেশে একজনের জন্য না।
আসতে পারে নাই ১০ কোটি মানুষের জন্য।
আসিফ মাহমুদ একজন না।
হাসিনার বিরুদ্ধে আসিফ মাহমুদরা যেমন ১ জন থেকে ১০০ জন হয়েছিল।
সাকিবের বিরুদ্ধেও তাই হবে।
আসিফদের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ থাকবে, গ্যাঞ্জাম থাকবে,দ্বিমত থাকবে
কিন্তু আসিফরা যতবার এই জেনোসাইডার হাসিনা বা সাকিবের বিরুদ্ধে দাঁড়াবে, আমরা ততবার আসিফদের পাশে দাঁড়াবো।
এটা আমাদের ভাইয়ের রক্তের হিস্যা।
এই হিসাব না নিয়ে হাসিনা বা সাকিবকে আমরা ঘুমাতে দেব না।
সাকিব আল হাসান, আপনি আসেন।
পারলে আপনার আপাকে নিয়েই আসেন।
তবে আসার আগে একজন আসিফ না, ভাই বোন হারানো ১০ কোটি আসিফকে মোকাবেলা করার প্রিপারেশন নিয়ে তারপর আইসেন।
আমরা আছি।
এই মাটি আর মানুষ নিয়েই আপনাদের জন্য আমরা অপেক্ষা করে আছি।