জিতেও ট্রফি নিল না ভারত, নতুন বিতর্ক

স্পোর্টস ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৯
শেয়ার :
জিতেও ট্রফি নিল না ভারত, নতুন বিতর্ক

এশিয়া কাপ জয়ের পরও ট্রফি নেয়নি ভারত। কারণ নিয়মানুযায়ী এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে নেওয়ার কথা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নিতে চাননি ভারতীয় খেলোয়াররা। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করেন তারা। 

গতকাল রবিবার রাতে সব পুরস্কার দেওয়ার পর যখন চ্যাম্পিয়ন দলের ট্রফি দেওয়ার কথা তখনই মঞ্চ থেকে নেমে যান সব অতিথি, তারা মাঠ ছেড়েও চলে যান দ্রুত। এর আগে নিয়ে আসা ট্রফিও তখন ভেতরে নিয়ে যাওয়া হয়।  

অনুষ্ঠানে উপস্থাপক সাইমন ডুল জানান, ভারত আজ ট্রফি নেবে না। তবে ভারতীয় দলকে তখনও ট্রফির জন্য অপেক্ষা করতে দেখা যায়। অতিথিরা চলে যাওয়ার পর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া গিয়ে মঞ্চে বসে পড়েন, পরে একে একে সেখানে যোগ দেন বাকিরা। ট্রফি ছাড়াই উদযাপন করে ভারত।

সংবাদ সম্মেলনে এসে পরে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, ‘আমি যখন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি, যখন থেকে ক্রিকেটকে অনুসরণ করা শুরু করেছি, তখন থেকে এমনটা কখনও দেখিনি যে একটি চ্যাম্পিয়ন দলকে ট্রফি পেতে বাধা দেওয়া হয়েছে।’

ভারত অধিনায়ক জানান, নাকভির কাছ থেকে ট্রফি নিতে চাননি তারা, তবে অন্য কারও কাছ থেকে সেটা গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি। 

অন্য কাউকে দিয়ে ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি বিতরণে রাজী হননি এসিসি প্রধান।