সাক্ষাৎকারে নাজিফা তুষি /
‘আমি একটু বেশিই নিয়ম মেনে চলি’
দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন চিত্রনায়িকা নাজিফা তুষি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘হাওয়া’ দিয়ে দর্শকের মন জয় করলেও প্রায় তিন বছর সিনেমা থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে তার ভক্তদের জন্য এসেছে সুখবর। তুষির বর্তমান ব্যস্ততা ও বিভিন্ন বিষয়ে কথা হয় তার সঙ্গে।
শোনা যাচ্ছে সিয়াম আহমেদের সঙ্গে ‘আন্ধার’ নামের একটি সিনেমায় আপনি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি নির্মাণ করবেন রায়হান রাফী কিন্তু বিষয়টি নিয়ে কিছুই বলছেন না, কারণ কী?
আমি তো আমার ক্যারিয়ারের প্রথম সিনেমা (আইসক্রিম) বাদে অন্য কোনো সিনেমার খবর কাউকেই দেইনি। কারণ আর্টিস্ট চাইলেই অনেক কিছু বলতে পারে না। তাদের অনেক নিয়মের ভেতর থাকতে হয় আর আমি যে একটু বেশিই নিয়ম মেনে চলি সেটা আপনি জানেনই। আইসক্রিম থেকেই তো দেখে আসছেন অন্য সিনেমার জন্য যেটা বলতাম সেটা এখনও বলছি। আমি আপাতত কিছু বলতে পারব না, যা বলার জানার টিম এবং ডিরেক্টর থেকে জানতে হবে, কিংবা তারা বলবেন অথবা অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
‘রঙ্গমালা’ সিনেমার কাজ শুরু করবেন কবে?
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সিনেমাটির ৪০ শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যেহেতু এটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে এবং সিনেমাটির কাহিনি গড়ে উঠেছে অষ্টাদশ শতকের নোয়াখালীর এক জমিদার পরিবারকে ঘিরে তাই সময় নিয়ে কাজ করছেন নির্মাতা এন রাশেদ চৌধুরী আর পিরিয়ডিক্যাল কাজের প্রতি আমার এক ধরনের দুর্বলতা ছিল ‘সখী রঙ্গমালা’ কাজটির মাধ্যমে তা পূরণ হয়েছে তাই আমি নিজেও কাজটি খুব সতর্কতার সঙ্গে করছি। রঙ্গমালা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র এমন একটি সিনেমায় কাজ করা আমার জন্য আনন্দের।
শুধু এ কাজ না আপনি বাস্তব জীবনেও শুনেছি প্রতিটা পা বুঝেশুনে ফেলেন...
আসলেই ব্যক্তিগত জীবনে আমি অনেকটা বুঝেশুনে পা ফেলি। জীবনে হুট করে সিদ্ধান্ত খুব কমই নিয়েছি সেটা আমার ক্যারিয়ারেও আছে। আমি শুরু থেকেই বাছবিচার করে কাজ করছি। ব্যক্তিগত জীবনের মতোই ক্যারিয়ারে তাড়াহুড়া নেই। তথাকথিত বাংলা সিনেমার নায়িকা হতে চাইনি। ভালো চরিত্রের অপেক্ষা করেছি। সেই জায়গা থেকে দিনের পর দিন ক্যারিয়ারে ঝুঁকি নিয়েছি, ধৈর্য ধরেছি।
যে কয়টা সিন্ধান্ত হুট করে নিয়েছেন তার মধ্যে কি আইসক্রিম ছিল?
১০ বছর আগের কথা। তখন ছোট ছিলাম। ক্যারিয়ার নিয়ে শুধু চিন্তা করতাম। পর্দায় থাকতে হবে। না হলে কাজ পাব না। তাই সিনেমাটি করেছিলাম। এর মানে কিন্তু এই না, এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। কারণ আইসক্রিম আমার জীবনে না এলে অনেক কিছু হতো না- এটা করে পরে বুঝতে পেরেছি আমার ক্যারিয়ারে ভালো করতে হলে কী করা উচিত। তারপর আমার জীবনে কাজে কোনো ভুল সিদ্ধান্ত নিইনি।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার কাজ তো অনেক আগেই শেষ হয়েছে...
হ্যাঁ, গত বছর সিলেটে রইদের শুটিং করেছি এখন মুক্তির অপেক্ষায় তবে কবে মুক্তি পাচ্ছে এ বিষয়ে বলতে পারছি না। সিনেমাটির টিম এ বিষয়ে বিস্তারিত জানাবে আমার বলা নিষেধ আছে।
আরও কী কাজ করেছেন?
আবদুল্লাহ মোহাম্মদ সাদের একটি সিরিজ করেছি, সামনে আসবে এখন নতুন আরেকটি কাজের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা রয়েছে। কাজটি সম্পর্কে সময় হলেই জানাব। আরও কিছু কাজ রয়েছে এগুলো পরপর এলেই মনে হবে কত কাজ করি।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা