ঢাকা-সিলেট মহাসড়কে দিনভর যানজট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা সিলেট মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে প্রতিনিয়ত যানজট লেগেই থাকে। এই যানজট লেগে থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পরিবহনের যাত্রী ও চালকদের।
প্রতিদিনের মতো আজ রবিবারও সকাল থেকেই সরাইল উপজেলার শাহবাজপুর হতে বিশ্বরোড মোড় হয়ে উপজেলার বেড়তলা এলাকা পর্যন্ত প্রায় ১৫ কি.মি. যানজট তৈরি হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়কে এ যানজট লেগে থাকে বলে জানা যায়।
সরেজমিনে দেখা গেছে, বিশ্বরোড মোড়ের গোল চত্বরের চারপাশে সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দে যানবাহন চলাচলে সড়ক অনুপযোগী হয়ে পড়েছে। এই গর্তগুলির মধ্যে যানবাহন আটকে গিয়ে বিপাকে পড়ে যান চালকরা। আর এতেই সৃষ্টি হচ্ছে যানজট।
স্থানীয়রা বলেন, ‘এই সড়কে দিনরাত প্রতিনিয়ত যানজট লেগে থাকে। মানুষের কষ্ট এবং ভোগান্তির কথা মুখে বলে শেষ করা যাবে না।’
এদিকে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক রাখতে গর্তে আটকে যাওয়া গাড়িগুলোকে রেকার দিয়ে উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্বরোড গোল চত্বরের চারপাশে সড়কের কার্পেটিং উঠে মাটি বেড়িয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে গর্তে গাড়ি আটকে যায়। গর্তের জন্য গাড়ি ধীর গতিতে চলছে। আমাদের পুলিশ সড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে। গোল চত্বরের চারপাশের কিছু জায়গা মেরামত করা হলে এ সমস্যার সমাধান হবে।’