পল্লী সঞ্চয় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
প্রথমবারের মতো পল্লী সঞ্চয় ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ব্যাংকের বোর্ডরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালক বিআরডিবির মহাপরিচালক সরদার মো. কেরামত আলী। এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রধান প্রস্তাবক নুরে আলম তালুকদার, পরিচালক মো. ফরহাদুল ইসলাম ভূঞা এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এছাড়া সভায় উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপকহ ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
সরকারকে দীর্ঘমেয়াদি ঋণ দিতে অনীহা ব্যাংকের
আলোচনায় ব্যাংকের মনিটরিং ব্যবস্থা আরও জোরদারকরণ, সেন্ট্রাল ও জেলাওয়ারি রিকভারি কমিটি গঠনসহ ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। সভায় উপস্থিত সকলেই পল্লী সঞ্চয় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনায় শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার জানান।
আরও পড়ুন:
ফের বাড়ল স্বর্ণের দাম