মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল এবি ব্যাংক
এবি ব্যাংক লিমিটেড সম্প্রতি পাঁচটি ক্যাটাগরিতে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে। এরমধ্যে ডেবিট বিজনেস (ইন্টারন্যাশনাল), ফাইনান্সিয়াল ইনক্লুশন এবং হায়েস্ট বিজনেস গ্রোথ এই তিনটি ক্যাটাগরিতে এবি ব্যাংক এককভাবে শীর্ষস্থান অর্জন করে। এ ছাড়া, ক্রেডিট বিজনেস ডমেস্টিক ও ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এবি ব্যাংক এ সম্মাননা অর্জন করে।
এবি ব্যাংকের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।
আরও পড়ুন:
সরকারকে দীর্ঘমেয়াদি ঋণ দিতে অনীহা ব্যাংকের
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্নর ড. আতিউর রহমান, হেলেন লাফেইভ, মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স শারাফাত উল্লাহ খান, সৈয়দ মোহাম্মদ কামাল, কান্ট্রি ম্যানেজার, মাস্টারকার্ড, বাংলাদেশ। এ সময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মিজানুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক, এবি ব্যাংক লিমিটেডসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
আরও পড়ুন:
ফের বাড়ল স্বর্ণের দাম