রামুতে বৌদ্ধ বিহার থেকে ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহার থেকে এক তরুণ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল ১১টার দিকে রামু উপজেলা সদরের শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহার থেকে থুই নু মং মারমা ওরফে কিমাচারা নামের ওই ভিক্ষুর (২২) মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামু থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।
জানা গেছে, তিনি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার দাপুয়া এলাকার কুটু মং মারমার ছেলে। তিনি শ্রীকুল পুরাতন বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ছিলেন।
প্রাথমিকভাবে ঘটনার আলামত দেখে আত্মহত্যা বলে ধারণা করা হলেও কি কারণে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয় বলে জানান ওসি।
স্থানীয়দের বরাতে ওসি আরিফ হোছাইন বলেন, ‘সকালে বৌদ্ধ বিহারে পূজার্থীরা প্রার্থনা করতে গিয়ে দেখেন কিমাচারা ভিক্ষুর শয়ন কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। বেশ কিছুক্ষণ ধরে ডাকাডাকির পরও তার সাড়াশব্দ পাননি। পরে তারা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তাকে সিলিং-এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কোমরবন্ধি ( কটিবন্ধনি ) দিয়ে সিলিং এর সাথে ঝুলন্ত ছিলেন।’
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে পুলিশ ধারণা করছে। ঘটনাটি নিছক আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার জেরে ঘটেছে পুলিশ এখনো নিশ্চিত নয়।’
তিনি জানান, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।