এবারের পূজায় কী করছেন মিম?
শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। প্রতি বছরই এর অপেক্ষায় মুখিয়ে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। কেননা এসময় বাবার গৃহে আসেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা।
তার আগমনে ঢাকের বোল, শাঁখের ধ্বনি, কাসার থাল বেজে ওঠে প্রাণ খুলে। পাড়ায় পাড়ায় শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এসময় পূজার পরিকল্পনা ও ব্যস্ততায় কাটে হিন্দু সম্প্রদায়ের দিন। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পূজার এই সময়টা একেবারেই লাইট-ক্যামেরা-অ্যাকশেন থেকে দূরে থাকেন। সময় কাটান পরিবারের সঙ্গে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এবারের পূজোর ভাবনা নিয়ে মিম বলেন, ‘ বরাবরের মতোই এবারের দুর্গাপূজা পরিবারের সঙ্গেই উদযাপন করছি। তবে এখন পর্যন্ত ঠিক করিনি কুমিল্লায় যাব, নাকি রাজশাহী যাব। দুই জায়গাতেই অল্প অল্প করে ঘুরে আসব। এমন পরিকল্পনাও আছে। তবে শৈশবে পূজার আনন্দটা আরও বেশি মজার ছিল। বাসার পাশেই বিশাল মেলা বসত। এখন আর ওরকম বড় মেলা হয় না, ছোটখাটো হয়।
তিনি আরও বলেন, ‘পূজার দিনগুলো বাসায় ভালো রান্নাবান্না হয়। এখন মামাবাড়ি গেলে বাসা থেকে খুব একটা বের হতে পারি না। দলে দলে মানুষ দেখতে আসে। রাজশাহী গেলেও একই অবস্থা। আগের মতো ঘুরে বেড়ানোর সুযোগটা আর পাই না।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
সম্প্রতি পূজাকে কেন্দ্র করে বেশ কিছু টকশোতে অংশ নিয়েছেন মিমি। এছাড়া নতুন কিছু বিজ্ঞাপন প্রচারের অপেক্ষায় আছে তার। তবে নতুন সিনেমা নিয়ে পরিকল্পনা চলছে মিমের। তিনি আশা করছেন ২০২৬ সালে দর্শকদের সিনেমা উপহার দিতে পারবেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
প্রসঙ্গত, ২০০৭ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। ২০০৮ সালে ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। অভিনয়ের পাশাপাশি নিজের রূপে-গুণেও মুগ্ধতা ছড়ান তিনি।