বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গোলটেবিল বৈঠক
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম অ্যালায়েন্স সোসাইটির আয়োজনে ‘পর্যটন ও টেকসই রূপান্তর: বাংলাদেশের প্রেক্ষাপট’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পর্যটন খাতের নীতি-নির্ধারক এবং বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান কর্মকর্তা নুজহাত ইয়াসমিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়মা শাহীন সুলতানা। দেশের পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে তাদের অবদান ও উৎসাহের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে উভয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আলোচনায় বাংলাদেশের পর্যটন খাতের বিশাল সম্ভাবনা তুলে ধরা হয়, বিশেষ করে টেকসই চর্চা, ইকো-ট্যুরিজম এবং সরকারি সংস্থা, বেসরকারি খাত ও স্থানীয় অংশীজনদের মধ্যে যৌথ সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। অংশগ্রহণকারীরা আরও গুরুত্ব আরোপ করেন প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ওপর, যা আন্তর্জাতিক পর্যটক আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল একরাম ট্যুরিজম অ্যালায়েন্স সোসাইটির উদ্দেশ্য ও ভিশন সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন এবং টেকসই পর্যটনের উন্নয়নে সকল অংশীজনের সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন এইচ. এম. হাকিম আলী এবং সঞ্চালনা করেন তৌফিক রহমান।