৬ দফা দাবি বাস্তবায়নে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারীরা
৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশে কর্মবিরতি ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারীদের সংগঠন ‘বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন’।
রোববার (২৮ সেপ্টেম্বর ) দুপুরে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে স্মারক লিপি প্রদানের মাধ্যমে এ কর্মবিরতি ঘোষণা দেন।
এতে বলা হয়, প্রস্তাববিত দাবি বাস্তবায়ন না হওয়া পযর্ন্ত সারাদেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্রে আগামী ১লা অক্টোবর থেকে টিকাদানবন্ধসহ আসন্ন ১২ অক্টোবর টাইফয়েড টিকার ক্যাম্পেইনে কার্যক্রম ও অন্যান্য রিপোর্ট প্রদান অনিদিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কর্মসূচি চলাকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ব্যানারে স্বাস্থ্য সহকারীরা স্ব স্ব কর্মস্থলে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অবস্থান করে এ কর্মবিরতি পালন করবেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
স্মারকলিপিতে স্বাস্থ্য সহাকারী সংগঠন উল্লেখ করেন, মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিশোধক হিসেবে তৃণমূল পর্যায় আমরা স্বাস্থ্য সহকারীরাই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদান করা কাজটি সম্পন্ন টেকনিক্যালধর্মী হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত।
তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীরা পদমর্যাদাসহ সরকারের সকল কর্মচারী থেকে চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?