ক্ষমতায় গিয়ে জামায়াতকে পিআর পদ্ধতি নিয়ে কথা বলতে বললেন ব্যারিস্টার খোকন

নোয়াখালী প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০০
শেয়ার :
ক্ষমতায় গিয়ে জামায়াতকে পিআর পদ্ধতি নিয়ে কথা বলতে বললেন ব্যারিস্টার খোকন

জামায়াত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যেতে পারলে তারা সংসদে পিআর পদ্ধতি বাস্তবায়ন করুক বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আজ সকালে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার বজরায় স্থানীয় বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমাদের সঙ্গে অনেক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রাম করেছে। গত ১৭ বছর আমরা আন্দোলনের মাঠে ছিলাম। এর আগে ৫ বছর আমরা ক্ষমতায় ছিলাম। জামায়াত ইসলামীর নেতারা তখন মন্ত্রীও ছিল। ২২ বছর আমাদের সঙ্গে জামায়াত ছিল। আমরা জোটবদ্ধভাবে আওয়ামীলীগের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগের জন্য আন্দোলন করেছি। তখন তো আপনারা পিআরের কথা বলেননি। হঠাৎ করে পিআরের কথা বলছেন কেন?’

তিনি আরও বলেন,‘ আওয়ামীলীগের কার্যক্রম বন্ধ হয়ে গেছে তারপর থেকে জামায়াতে ইসলাম পিআর এর কথা বলা আরম্ভ করেছে। পিআর নিয়ে বিতর্কের কোন কারণ দেখি না। প্রত্যেক রাজনৈতির দলের নিজস্ব কর্মসূচি আছে, ঘোষণাপত্র আছে, নির্বাচনী ইশতেহার আছে। পিআর জামায়াতে ইসলামীর একটা কর্মসূচি হতে পারে। সংবিধান সংশোধন না করলে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান সংশোধন করতে পারবে না। তাদের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। সংবিধান সংশোধন করতে হলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। জামায়াত যদি পারে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে গিয়ে পিআর পদ্ধতি বাস্তবায়ন করুক।’

চেয়ারপার্সনের উপদেষ্টা আরও বলেন, ‘জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে চায়। সে ভোটের অধিকার হরণ করেছে বলেই ছাত্ররা আন্দোলন করেছিল, জনতা তাদের পাশে দাঁড়িয়েছে। ১৫ বছর বীর নেতাকর্মীরা আন্দোলনে মাঠে ছিল, যার কারণে সরকার পতনে বাধ্য হয়েছে। এটি তাদের কর্মের কারণে গিয়েছে।’

এ সময় জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন।