সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা
রাজনৈতিক দলগুলো চাইলে আগামী এক মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মাহফুজ আলম বলেন, ‘গণমাধ্যম কমিশন ও সাংবাদিক সুরক্ষা আইন নানা প্রতিবন্ধকতার মধ্যে আটকে আছে। তবে এ আইন দ্রুত আলোর মুখ দেখতে পাবে।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তথ্য উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলোর নানা প্রতিবন্ধকতার শিকার হয়ে অনেক কাজই এগিয়ে নেওয়ার সুযোগ হয়নি।’
তিনি বলেন, ‘সাংবাদিক সুরক্ষা আইন আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে হয়ে যাবে। তবে রাজনৈতিক দলগুলো চাইলে আগামী এক মাসের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করা সম্ভব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?