৫০০ ড্রোন ও ৪০ মিসাইল দিয়ে কিয়েভে ভয়াবহ হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে প্রায় ৫০০টি ড্রোন ও ৪০টি মিসাইল নিক্ষেপ করেছে রাশিয়া। শনিবার রাত থেকে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত হামলা অব্যাহত রয়েছে। এ ঘটনায় চারজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব তথ্য জানিয়েছে।
সিএনএনের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ আক্রমণ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জেলেনস্কি বলেন, ‘হামলায় কিঞ্জাল নামের শক্তিশালী ক্রুজ মিসাইলও ব্যবহার করেছে রাশিয়া।’
এ হামলা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার সময়েই চালানো হয়েছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘এভাবেই রাশিয়া তাদের আসল অবস্থান প্রকাশ করছে।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
ইউক্রেনীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, রুশ ড্রোন ও মিসাইল হামলার কারণে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সারাদেশে বিমান হামলার সতর্কতা জারি ছিল। রোববার সকালে রাজধানী কিয়েভের আকাশে বিস্ফোরণের ধোঁয়া ভাসতে দেখা যায়।
এদিকে কিয়েভে বোমাবর্ষণের মধ্যেই পোল্যান্ড তার আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস