স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬
শেয়ার :
স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক

ঝিনাইদহের মহেশপুরে ৪টি স্বর্ণের বারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা।

গতকাল শনিবার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাকিলাদাড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম।

আটককৃতরা হলেন- কালীগঞ্জ উপজেলার খৈদ্দরায় গ্রামের কার্তিক চন্দ্র বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে শ্রী রনজিত বিশ্বাস (২৫)।

রফিকুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কালীগঞ্জ থেকে জীবননগরগামী হাজি ডিলাক্স এক্সপ্রেস বাসে স্বর্ণ পাচার হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা মহেশপুর সীমান্তের কাকিলাদাড়ী বাজারে অবস্থান নেন। পরে বাসে তল্লাশি চালিয়ে সৌরভ বিশ্বাসকে আটক করা হয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী, অপর চোরাকারবারি শ্রী রনজিত বিশ্বাসকে একটি হিরো হোন্ডা মোটরসাইকেলসহ আটক করা হয়। মোটরসাইকেলটি তল্লাশি চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ৪ পিস স্বর্ণের বারের ওজন দুই কেজি ৩৩১ দশমিক ৭৯ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৬৯ লাক্ষ ৪৪ হাজার ৭৭৬ টাকা।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে জানায় বিজিবি।