প্রবীর মিত্রের স্মৃতি সংরক্ষণের জন্য ওয়েবসাইট

বিনোদন ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০
শেয়ার :
প্রবীর মিত্রের স্মৃতি সংরক্ষণের জন্য ওয়েবসাইট

বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলতি বছর ৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবীর মিত্রকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অভিনেতার পরিবার। তারই অংশ হিসেবে সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট।

সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। তার কথায়, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে ওয়েবসাইট চালু করা হয়েছে।’

তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্ম যেন অভিনেতাকে নতুনভাবে জানতে পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া হলো। এখানে প্রবীর মিত্রের ছবি, কাজ ও নানা তথ্য সংরক্ষণ করা হবে। আর ওয়েবসাইট ঠিকনা হলো- www.actorprobirmitra.com।

উল্লেখ্য, ১৯৪১ সালে জন্ম নেওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। চার দশকের বেশি সময় ধরে তিনি কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় ছবিতে।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ ইত্যাদি।