তামিলনাড়ুতে থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩১
ভারতের দক্ষিণী চলচ্চিত্রের অভিনেতা ও তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) নামক রাজনৈতিক দলের প্রধান থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তামিলনাড়ু রাজ্যের করুর শহরে তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের সভাপতি ও অভিনেতা বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
বিজয়ের আগমনের অপেক্ষায় তার সমর্থকেরা ছয় ঘণ্টার বেশি সময় ধরে ভিড় করে ছিলেন। তিনি দেরিতে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সমাবেশে মঞ্চে বক্তব্য রাখার সময় জনতার ভিড় ক্রমশ বাড়তে থাকে, অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে থাকা মানুষকে পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়িতে বহু মানুষ পদদলিত হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এক্স এর একটি পোস্টে এই মর্মান্তিক ঘটনায় শোক জানিয়েছেন।
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি বলেছেন, করুরে রাজনৈতিক সমাবেশের সময় ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাটি গভীরভাবে দুঃখজনক। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। এই কঠিন সময়ে তাদের শক্তি কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
আগামী বছরে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন বিজয়। এ লক্ষ্যে একটি রাজনৈতিক দলও গঠন করেছেন ওই সুপারস্টার।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বিজয়ের সমাবেশ ঘিরে সমালোচনার ঘটনা এবারই প্রথম নয়। এই মাসের শুরুতে ত্রিচিতে তার প্রথম সমাবেশে বিপুল সংখ্যক জনতা বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে তার কনভয়কে নিয়ে যাচ্ছিল, যার ফলে ২০ মিনিটের যাত্রা ছয় ঘন্টার যানজটে পরিণত হয়েছিল, যা শহরকে স্থবির করে দিয়েছিল।
এখন পর্যন্ত এই মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি বিজয়।