প্রতিটি পূজামণ্ডপ পাহারায় থাকবেন বিএনপির নেতাকর্মীরা: খোকন
তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গোৎসবে পূজার শেষ দিন পর্যন্ত প্রতিটি মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা পাহারায় থাকবেন বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী গুমফেতর আনিসুর রহমান তালুকদার খোকন।
আজ শনিবার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলায় তার নিজ বাড়িতে ডাসার উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৪২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মাঝে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনিসুর রহমান বলেন, ‘যেকোনো উৎসবে, সুখে-দুঃখে আমরা আপনাদের পাশে থাকব—এই প্রতিশ্রুতি দিচ্ছি। আগামী সংসদ নির্বাচনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে হিন্দু-মুসলমান, ধনী-গরীরের কোনো বৈষম্য থাকবে না নতুন স্বাধীন বাংলাদেশে।’
সমীর সরকার খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাসার উপজেলার প্রস্তাবিত আহ্বায়ক মো. আলাউদ্দিন তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. সালাম খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হাওলাদার, মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সদস্যসচিব অসিম হালদার প্রমুখ।