নেপালে জেন-জি প্রজন্মের কণ্ঠস্বর সুদান গুরুং লড়বেন নির্বাচনে

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৩
শেয়ার :
নেপালে জেন-জি প্রজন্মের কণ্ঠস্বর সুদান গুরুং লড়বেন নির্বাচনে

নেপালের সাম্প্রতিক যুব-নেতৃত্বাধীন বিক্ষোভের নেতা সুদান গুরুং ঘোষণা করেছেন, আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে লড়বেন তিনি। জনগণের সরকার গঠনের জন্য ‘শেষ পর্যন্ত লড়াই’ করার ঘোষণা দিয়েছেন নেপালের জেন-জি প্রজন্মের এই কণ্ঠস্বর। 

স্টার্ট হিয়ার'স সান্দ্রা গ্যাথম্যানের সাথে একান্ত সাক্ষাৎকারে সুদান গুরুং জানিয়েছেন, গতানুগতিক রাজনৈতিক দলের পরিবর্তে ‘পরিবর্তনের আন্দোলন’ গড়ে তোলার জন্য দেশব্যাপী সমর্থকদের একত্রিত করছেন তারা। তার ভাষ্য, ‘তারা (গতানুগতিক রাজনৈতিক দল) আমাদের রাজনীতিতে টেনে এনেছে।’ 

আগের সরকারকে গুরুং ‘স্বার্থপর’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে আখ্যায়িত করেন গুরুং। তিনি বলেন, ‘আমরা পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কারণ আমরা এখন পিছু হটব না।’

গুরুং বলেন, ‘নেপালি জনগণের প্রতিটি কণ্ঠস্বর যাতে শোনা যায় সেটি নিশ্চিত করার জন্য কাজ করছে তার দল। 

একা প্রার্থী হিসেবে নির্বাচন করবেন না গুরুং। তার পরিবর্তে একটি ‘গ্রুপ’ হিসেবে নির্বাচন করার সম্ভাবনা আছে তার। তিনি বলেন, ‘আমি যদি কেবল একজন স্বাধীন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করি, তাহলে আমাদের এই তরুণদের শক্তি থাকবে না। একসাথে, আমরা আরও শক্তিশালী।’