শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারছে না ইসি: সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৫
শেয়ার :
শাপলা প্রতীক না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে পারছে না ইসি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার স্পষ্ট কোনো কারণ নির্বাচন কমিশন (ইসি) ব্যাখ্যা করতে পারছে না বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শনিবার সকালে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে পঞ্চগড় ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত বিতর্ক উৎসবে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

তিনি বলেন,‘এনসিপিকে শাপলা প্রতীক দিবে না বললেও, স্পষ্ট কোনো কারণ ব্যাখ্যা করছে না নির্বাচন কমিশন। নতুন করে আবেদন করা হয়েছে সকল আইনগত দিক বিবেচনা করে শাপলা এনসিপি পাবে।

সারজিস আলম বলেন, ‘গণ অধিকার এবং এবি পার্টির সঙ্গে একীভূত ও এ্যালায়েন্স ভিত্তিক আলোচনা চলছে। কারণ এই দুটি দলের আদর্শ প্রায় একই ধরনের, আর তরুণদের দল হিসেবে আমরা চাই তরুণরা একসাথে সংগঠিত হয়ে কাজ করুক। বাংলাদেশের মানুষও এটাই চায়।’

এ সময় এনসিপির পঞ্চগড় জেলার প্রধান সমন্বয়ক নয়ন তানবিরুল বারিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিল। 

এর আগে জেলার ৬৪ দল বিতর্ক উৎসবে অংশ নেওয়া বিতার্কিকদের স্টল ঘুরে দেখেন সারজিস। বিকেলে ৬৪টি দল থেকে শ্রেষ্ঠ দল ও শ্রেষ্ঠ বিতার্কিককে পুরস্কার দেওয়া হয়।