অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত চেষ্টা চলছে: রিজভী

রূপগঞ্জ প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪২
শেয়ার :
অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত চেষ্টা চলছে: রিজভী

অন্তর্বর্তী সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতাকে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘প্রশাসনের বিভিন্ন স্থরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছেন। অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্বেও অপরাধী দাপিয়ে বেড়াচ্ছে। তারা এই সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা করছে। বিগত সময় চার জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় তাদের পরামর্শে ছাত্র জনতাকে গুলি করে, বোমা মেরে হত্যা করা হয়েছে। ’ 

রুহুল কবির রিজভী আহত ভূলতা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর নেন। পরে তিনি তার হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোমিন মিথুনসহ সংগঠনের সদস্যরা। এ ছাড়া জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ স্থানীয় নেতাকর্মীরা। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর হাটাবো এলাকার পেপারটেক নামের একটি কাগজ তৈরি কারখানার বালু ভরাটকে কেন্দ্র করে ভুলতা ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ ও তার ভাতিজা দুলন ভুইয়াসহ তাদের লোকজনের সঙ্গে ভুলতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সেলিমসহ তার লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে দোলন ভুইয়াসহ উভয়ের পক্ষের ৮ জন আহত হয়।