মোবাইল ফোন দেখার সময় সাপের কামড়, কিশোরীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৫
শেয়ার :
মোবাইল ফোন দেখার সময় সাপের কামড়, কিশোরীর মৃত্যু

মাদারীপুরের ডাসার উপজেলায় সাপের কামড়ে লিমি আক্তার (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামে এ ঘটনা ঘটে।

লিমি আক্তার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামের আনোয়ার ঘরামির মেয়ে। তিনি ওই এলাকার একটি মাদ্রাসায় হিফয্ বিভাগে পড়াশোনা করেন।

নিহতের চাচী বলেন, ঘরের মধ্যে লিমি আক্তারসহ তিনজন একসঙ্গে বসে মোবাইল দেখতেছিলো। হঠাৎ করে পায়ে জ্বালা পোড়া করছে বলে চিৎকার দিলো লিমি। পরে আমরা গিয়ে দেখি, পায়ে দুইটা কামড়ের দাগ এবং ওই জায়গা থেকে রক্ত পড়তেছে। তাকে সাপে কামড় দিয়েছে—এটা বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।’

তার চাচাতো ভাই বলেন, ‘ওরা তিনজনে গল্প করতেছিলো। আমি পাশেই ছিলাম হঠাৎ লিমির চিৎকার শুনে গিয়ে দেখি, লিমির পা দিয়ে রক্ত পরতেছে। সাপে কামড় দিয়েছে বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নেই। সেখানে তার মৃত্যু হয়।’

বিষয়টি নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এহতেসামুল ইসলাম জানান, সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ হাসপাতাল থেকে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যায়।