নির্বাচিত সরকার ছাড়া জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়: এ্যানী
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই জনগণের সমস্যার সমাধান সম্ভব নয়। এক বছর হয়ে গেছে, কোনো সরকার নেই কিন্তু, আছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো একদিকে বিচার করা, আরেক দিকে সংস্কার করে নির্বাচনটাকে নিয়ে আসা, যে নির্বাচনের মাধ্যমে আপনাদের প্রতিনিধি যিনি আপনাদের রাস্তা, এলাকার উন্নয়ন, স্কুল-কলেজ-মাদ্রাসা ও সমাজের বিচার-আচার সবকিছুকে সমন্বয় করে একটি স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করবেন। সেই সরকারের অপেক্ষায় আমরা আছি।’
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি নেই, দেশে নির্বাচিত সরকার নেই। যার কারণে গত এক বছর কিছুটা হলেও আগের ১৭ বছরের যে ছিদ্ধত (দুর্ভোগ), ওই ছিদ্ধত এখনো আমরা টানছি।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘ব্যাংকে যান, বিচারলয়ে যান, সামাজিক উন্নয়নের কাজে যান, স্কুল-কলেজ সবকিছুতেই অচল অবস্থা। ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ হয়ে গেছে, স্থবির হয়ে রয়েছে। পারিবারিকভাবে সবাই একটা কষ্টের মধ্যে এখনো আছে। এই কষ্ট, এই দুর্ভোগ থেকে বের হয়ে আসতে একটি নির্বাচিত সরকার লাগবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার প্রমুখ।