শামীম-সামান্তার ‘আগাছা’
ভীষণ আত্মকেন্দ্রিক এই সমজে কেউ যখন নিজের কথা না ভেবে অন্যের জন্য জীবন উৎসর্গ করে তখন এই ঘুণে ধরা সমাজ কি তার মূল্য চুকাবে নাকি ‘আগাছা’ বলে তাকে খারিজ করে দেবে! এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে প্লাস মিডিয়ার প্রযোজনা এবং বর্ণনাথ’র পরিচালনায় নির্মিত নাটক ‘আগাছা’। নাটকে মূল চরিত্রে অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার ও সামান্তা পারভেজ।
একটি সরলরৈখিক এবং ইগোলেস চরিত্রে মাসুদ (শামীম হাসান) নিজেকে উজাড় করে দিয়েছেন। শামীম তার নিজস্বতাকে ভেঙে একেবারে ভিন্নভাবে উপস্থাপন করেছে এই নাটকে। দারুণ এক করুণ ও আবেগময় পরিবেশ সৃষ্টির মধ্যদিয়ে তিনি নিজেকে আবারও একজন গুণী অভিনেতা হিসেবে প্রমাণ করলেন। সঙ্গে সামান্তাও মোহমুগ্ধ অভিনয়ে নিজেকে তুলে ধরেছেন।
আবহমান এই গ্রাম বাংলার সমাজ বাস্তবতায় মাসুদ একটি ‘আগাছা’, সমাজ এবং পরিবারে যে একটি মূল্যহীন চরিত্র, একান্ত ব্যক্তিগত জীবনেও। সাত বছর ধরে যাকে প্রাণাধিক ভালোবাসে সেও সুযোগে অবমূল্যায়ণ করে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
অন্যদিকে পরিবারে ভাই-ভাবির কাছে যার কোনো অস্তিত্বই নেই। অথচ এই মানুষটাই সময়ের উল্টো পিঠের দৃষ্টিকোণ! অন্যের জন্য নিজেকে উজাড় করে দিলেও প্রাপ্তিতে নাই কোনো এতটুকু সহানুভূতি। সমাজের মাপকাঠি এবং মাসুদের নিজস্ব আয়না দর্শকদের ভাবনায় ফেলে দেবে এই নাটক।
শামীম বলেন, ‘আমাদের সমাজের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। অনেক দিন পর দারুণ একটি গল্পে কাজ করেছি। গল্পে বার্তা আছে। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
নাট্যকার জায়েদ জুলহাসের রচনা এবং বর্ণনাথের পরিচালনায় ‘আগাছা’ নামের নাটকটি সম্প্রতি প্লাস মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে।