মরদেহ নিয়ে যাওয়ার সময় নৌকা ডুবে যুবকের মৃত্যু, নিখোঁজ ২

রাজশাহী ব্যুরো
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬
শেয়ার :
মরদেহ নিয়ে যাওয়ার সময় নৌকা ডুবে যুবকের মৃত্যু, নিখোঁজ ২

রাজশাহী গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবে এক যুবক মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আত্মীয়ের মরদেহ শ্মশান ঘাটে নেওয়ার সময় তীব্র স্রোতে নৌকা ডুবিতে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর শ্রী জিতেন মন্ডল (২২) নামের এক যুবকরে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোদাগাড়ী থানার কাঁঠালবাড়িয়া এলকার শিবু মন্ডলের ছেলে।

এছাড়াও উপজেলার ফরাদপুর এলাকার বাবলুদাসের ছেলে শ্রী দিলিপ (৩৫) ও ডুমুরিয়া গ্রামের কালসার ছেলে শ্রী হরেনফা (৬৮) নিখোঁজ রয়েছেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন।

ওসি বলেন, ‘গতকাল শুক্রবার একজনের মৃত্যু হয়। তার মরদেহ শ্মশান ঘাটে নেওয়ার সময় একটি নৌকা তীব্র স্রোতের কারণে ডুবে যায়। ঘটনাস্থল থেকে শ্রী জিতেন মন্ডলকে উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য কম্পেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন বলেও জানান তিনি।