চট্টগ্রামে উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২
শেয়ার :
চট্টগ্রামে উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নগরীর সুগন্ধা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা-পুলিশ।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহ আত্মগোপনে চলে যান।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, পটিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান উল্লাহকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পটিয়ায় ছাত্র-জনতার ওপর হামলা করার মামলা রয়েছে।আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।