রাগাসার প্রভাবে বাস্তুচ্যুত ৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১
শেয়ার :
রাগাসার প্রভাবে বাস্তুচ্যুত ৪ লাখ মানুষ

বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় রাগাসা আঘাত এনেছে ফিলিপাইনে। এই ঝড়ের প্রভাবে একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত ৪ লাখ মানুষ। 

 স্থানীয় কর্মকর্তারা বলেন, দেয়ালধস ও গাছ পড়ে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর জানতে পেরেছেন তারা। ঝড়টি এখন ১১০ কিলোমিটর গতিবেগে উত্তরপশ্চিমাঞ্চল অতিক্রম করছে। 

একটি প্রদেশে বাস্তুহারারা একটি গির্জায় আশ্রয় নিয়েছেন। সেখানে বাতাসের প্রকোপে গির্জারন ছাদ উড়ে যায়। স্থানীয় প্রকৌশলী জেরোমে মার্টিনেজ বলেন, ভোর চারটার দিকে বাতাসে দরজা ও জানালা ভেঙে যায়, মাথার ওপর থেকে ছাদ উড়ে যায়। তিনি বলেন, ‘আমি এত ঝড় কখনো দেখিনি। কয়েকজন শিশু হালকা আহত হয়েছে। ’

শুক্রবার এক সংবাদ সম্মেলনে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা বার্নার্ডো আলেজান্দ্রো বলেছেন, প্রায় ৪ লাখ মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

বিকলের মাসবেট সিটির একজন উদ্ধারকারী ফ্র্যান্ডেল অ্যান্থনি অ্যাবেলেরা বলেছেন, ‘আমরা অনেক বড় গাছ এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলছি কারণ অনেক রাস্তা চলাচলের অনুপযোগী। বৃষ্টি জোরে ছিল, কিন্তু বাতাস আরও জোরে ছিল।’