ভারতীয় সাংবাদিকের প্রশ্নের কড়া জবাব দিলেন শাহবাজ শরীফ
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণের পর পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রশ্ন করেছিলেন এক ভারতীয় সাংবাদিক। তিনি জিজ্ঞাসা করেন, সীমান্ত পেরিয়ে চালানো সন্ত্রাস কবে বন্ধ করবে পাকিস্তান। জবাবে কড়া ভাষায় শাহবাজ শরীফ বলেন, ‘আমরা সেই খেলায় আপনাদের হারিয়ে দিচ্ছি।’
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, শাহবাজের এই জবাব নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। শাহবাজের এমন অবস্থানের প্রশংসা করেন পাকিস্তানিরা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, ভারত তাদের ভূখণ্ড ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছিল। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। যা ভারত সব সময় মনে রাখবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস