অনুষ্ঠানস্থলে ফোন হারালেন গয়েশ্বর, সন্ধান দিলে পুরস্কার ঘোষণা
মতবিনিময় সভায় মোবাইল ফোন হারিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
রাজধানীর লালবাগে ঢাকা-৭ আসনের বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি। অনুষ্ঠানে বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার পর বুঝতে পারেন তার ফোনটি হারিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে ফোনটি খোঁজাখুঁজি শুরু হয়। তবে এটি হারিয়ে গেছে নাকি কেউ চুরি করেছে, তা পরিষ্কার নয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
কিছুক্ষণ খোঁজার পর সন্ধান না মেলায় মাইকে ঘোষণা করা হয়, কেউ ফোনটির সন্ধান দিতে পারলে তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনের সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য দেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন, সদস্য আনোয়ার পারভেজ বাদল, সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন আহমেদ মনি, রবিন হোসেনসহ সনাতন ধর্মাবলম্বী নেতারা।