প্রাচীন মিশরে ‘অসম্ভব প্রযুক্তি’র সন্ধান, ইতিহাস পুনর্লিখনের ইঙ্গিত
প্রাচীন মিশর নিয়ে নতুন এক চমকপ্রদ আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। তারা এমন প্রমাণ হাতে পেয়েছেন, যা প্রমাণ করে কয়েক হাজার বছর আগে ব্যবহৃত প্রযুক্তি মানব সভ্যতার পরিচিত সীমার বাইরে ছিল। গবেষকদের দাবি, এ আবিষ্কার ইতিহাসের বহু অধ্যায়কে পুনর্লিখনের পথে নিয়ে যেতে পারে।
আন্তর্জাতিক একদল প্রত্নতত্ত্ববিদ সম্প্রতি নীলনদের পশ্চিম তীরবর্তী একটি প্রত্নস্থলে খননকাজ চালানোর সময় এ প্রমাণ আবিষ্কার করেন। তাদের মতে, পাওয়া নিদর্শনগুলোতে এমন কারিগরি দক্ষতার ছাপ পাওয়া গেছে, যা সে সময়ের মানুষের পক্ষে তৈরি করা ‘অসম্ভব’ বলেই মনে করা হতো।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বিশেষজ্ঞদের ধারণা, পাথর কাটা ও বসানোতে ব্যবহৃত যন্ত্রপাতি কিংবা নির্মাণশৈলী এমন এক প্রযুক্তির ইঙ্গিত দেয়, যা আজকের আধুনিক মানদণ্ডেও বিস্ময়কর। তারা বলছেন, এ আবিষ্কার কেবল মিশরের ইতিহাস নয়, বরং মানব সভ্যতার বিকাশগাথাকেও নতুনভাবে ভাবতে বাধ্য করবে।
তবে সমালোচকরা মনে করছেন, ‘অসম্ভব প্রযুক্তি’ নিয়ে এমন দাবির ক্ষেত্রে আরও বৈজ্ঞানিক যাচাই-বাছাই প্রয়োজন। প্রত্নতাত্ত্বিক দল জানিয়েছে, প্রাপ্ত নিদর্শনগুলো বিশ্লেষণে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এবং শিগগিরই বিস্তারিত গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বিশ্লেষকদের মতে, এ আবিষ্কার প্রমাণ করে যে প্রাচীন মিশরের জ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে এখনো অজানা অনেক রহস্য রয়ে গেছে।