১২ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও মাদক জব্দ

শেরপুর প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪২
শেয়ার :
১২ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও মাদক জব্দ

শেরপুরের নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলা এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি ৩৯ ব্যাটালিয়ন বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও অন্যান্য পণ্য জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোররাতে পরিচালিত অভিযানে টহলরত বিজিবি সদস্যরা অভিনব পন্থায় চোরাকারবারীদের হাত থেকে ১৬ বোতল ভারতীয় মদ, ৮৭ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৪২০ পিস জনসন বেবি শ্যাম্পু, ১ হাজার ৬৮০ পিস পন্ডস ফেসওয়াশ এবং ৯৬০ পিস নেভিয়া সফট ক্রিম উদ্ধার করতে সক্ষম হন। জব্দকৃত এসব মালামালের সিজার মূল্য ১২ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা।

ময়মনসিংহ বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান জানিয়েছেন, আন্তর্জাতিক সীমানার নিরাপত্তা রক্ষা ও সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানী মালামাল ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোরতা নীতি অব্যাহত রাখবে।