শাহবাজ শরীফ চমৎকার মানুষ: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪
শেয়ার :
শাহবাজ শরীফ চমৎকার মানুষ: ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একান্তে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবারের এই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

বৈঠকের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী শাহবাজ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চমৎকার মানুষ বলে আখ্যা দেন। তাদের মধ্যে ঘণ্টাখানেক বৈঠক চলে।  

বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও উপস্থিত ছিলেন। 

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ২০২৫ সাল এখন পর্যন্ত পাকিস্তানের জন্য অর্জনে ভরা একটি বছর। তিনি উল্লেখ করেন, ভারতের বিরুদ্ধে কূটনৈতিক জয়, সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি এবং পাকিস্তান–মার্কিন সম্পর্কের ঐতিহাসিক উন্নয়ন।