প্যারাসিটামল ও অটিজম /
ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
গর্ভাবস্থায় প্যারাসিটামল সেবন করলে শিশুর অটিজম হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা নাকচ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘জ্বর ও ব্যথার এই ওষুধের সঙ্গে এখন পর্যন্ত অটিজমের কোনো সম্পর্কের বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।’ খবর বিবিসির।
বিবৃতিতে আরও বলা হয়, ‘গত এক দশকে প্যারাসিটামল সেবনের সঙ্গে অটিজমের যোগসূত্র নিয়ে বড় আকারে গবেষণাসহ ব্যাপক অনুসন্ধান চালানো হয়েছে। গবেষণায় অটিজমের সঙ্গে এই ওষুধের কোনো সম্পর্ক পাওয়া যায়নি।’
বিশ্ব জুড়ে প্যারাসিটামল নামে পরিচিত ওষুধটি যুক্তরাষ্ট্র ও জাপানে অ্যাসিটামিনোফেন নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে ওষুধের দোকানগুলোতে এটি টাইলেনল নামে বিক্রি হয়। তবে গর্ভাবস্থায় যেকোনো স্বাস্থ্য সমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, কেবল একজন চিকিৎসকই রোগীর অবস্থা মূল্যায়ন করে প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থাপত্র দেবেন। এর আগে সোমবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প শিশুকালের টিকা ও গর্ভবতী নারীদের প্যারাসিটামল সেবনের সঙ্গে অটিজমের সম্পর্ক থাকার কথা বলেন। ট্রাম্প বলেন, ‘আমি সরাসরি বলতে চাই, টাইলেনল নেবেন না। এটি সেবন করবেন না।’ টিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আরেকটি বিষয় যা আমরা সুপারিশ করি, বা অন্তত আমি করি, তা হলো... আপনার শিশুকে যেন একগাদা জিনিস দিয়ে বোঝাই করা না হয়।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসও ট্রাম্পের দাবির বিষয়ে এক বিবৃতিতে বলেছে, ‘এই দাবিকে সমর্থন করার মতো কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস